কলকাতা ভ্রমনের গল্প- প্রথম পর্ব

কলকাতায় অনেক গরম তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি ছুই ছুই। কিন্তু এত টাকা খরচ করে কলকাতা আসলাম কিন্তু কোথাও ঘুরতে যেতে পারছিনা। অনেক ভেবে ঠিক করলাম বিকেল বেলা যাব কফি হাউসে। কেননা এই কফি হাউসে গিয়ে আড্ডা দিয়েছেন সত্যজিৎ রায়, অমর্ত্য সেন, মৃণাল সেন এবং অপর্ণা সেনের মত গুনি জন।

কোন রকম দুপুরের খাবার শেষ করে বের হলাম কফি হাউজের দিকে কিন্তু বাদ সাধল রাস্তা না চেনা। গুগল ম্যাপ দেখে বের হয়ে পরলাম। এবার পালা বাস এ উঠার কিন্তু বাস কোথায় পাব কোথায় দাড়াতে হবে ঠিক বুঝতেছিলাম না। মারকুইস স্ট্রিট থেকে বের হয়ে এক দাদা কে জিজ্ঞাসা করলাম কোলকাতা ইউনিভার্সিটি কোন দিকে। কিন্তু দাদা ঠিক বুঝলেন না। একটু পর নিজে জিজ্ঞাসা করলেন ক্যালকাটা ইউনিভারসিটি? আমি বললাম জি হা। দাদা বললেন সোজা হেটে যান সিগন্যাল পর্জন্ত এর পর বাস পেয়ে যাবেন। অবশেষে বাস এ উঠে পরলাম। তবে মজার বিষয় হল বাস ভাড়া কলকাতায় বেশ কম মাত্র ১০ রুপি দিয়ে চলে আসলাম কফি হাউজের সামনে। বাস থেকে নেমেই গা কেমন হিম শীতল হয়ে গেল। ধীরে ধীরে কফি হাউজের সামনে গেলাম এর পর কয়েকটা ছবি তুলে সিঁড়ি বেয়ে ৩য় তলায় চলে আসলাম। উপরে উঠতেই মন থেকে গেয়ে উঠছিলাম কফি হাউজের সেই আড্ডা টা আজ আর নেই…

ভিতরে প্রবেশ করে পছন্দ মত একটা জায়গা সিলেক্ট করে বসে পরলাম আর কে কি করছে দেখতে লাগলাম । এইভাবে বেশ কিছুখন কাটিয়ে দেবার পর নিজের কাছে ভাল লাগার একটা অনুভুতি লাগতেছিল। আমি কফি হাউজের ২য় তলা থেকে নিচ তলায় খেয়াল করছিলাম কোন টেবিলে বয়স্ক কিছু মানুষ আড্ডা দিচ্ছেন, কোন টেবিলে আবার মাঝ বয়সী কেউ, কোথাও আবার যুবক যুবতী বসে আড্ডা দিচ্ছেন। এরি মাঝে আমার চোখ আটকে গেলে এক মাঝ বয়সী যুবতির উপর । ছেড়া জিন্স সাথে টি শার্ট পরে আছে । টেবিলে কি যেন একটা বই বেশ মনোযোগ দিয়ে পরছে সেই সাথে ব্লাক কফি ও হাতে সিগারেট। একটা বিষয় লক্ষণীয় ওখানে সবাই কম বেশি সিগারেট খাচ্চে , হই হুল্লোড় করছে তবে কারও কোন মাথা ব্যাথা নাই।

সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যাস্ত। এরি মাঝে খেয়াল করলাম আমার পাসের টেবিলে পরিবার সহ এসেছেন এমন কয়ক জন কে। সবাই বেশ ভাল রকম গল্পে মেতে উঠছিল ।

কফি হাউজে একটা বিষয় খেয়াল করলাম ওখানে গিয়ে বসে থাকতে হবে ওয়েটার নিজে আসবেন অর্ডার নিতে। বেশ খানিক পরে একজন এসে আমার অর্ডার নিলেন।

আমি স্পেশাল কফি সাথে ফিস কভিরাজি অর্ডার করেছিলাম ২টাই বেশ দারুন খেতে লেগেছিল আমার।

খাবার শেষ করে ১০ রুপি টিপস দিয়ে সুন্দর কিছু স্মৃতি সাথে নিয়ে বের হয়ে গেলাম কফি হাউজ থেকে। কিন্তু মন যেন ভরলনা।

পরিশেষে আবার আসিব বলে ওইদিনের মত বিদায় নিয়েছিলাম আমি।

ভিডিও লিঙ্কঃ https://youtu.be/qD2PnBAuaGs?si=RqPfg6vutAMJIoU3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Main Menu